দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ছাগল বাঁচাতে গিয়ে সেলিম (৪০) নামের এক মোটরসাইকেল চালকসহ দু আরোহী গুরুতর আহত হয়েছেন। চালক সেলিমকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওযায় তাকে সাথে সাথে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। গতকাল বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার চিৎলা কবরস্থানের সামনে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের মহিলা কলেজপাড়ার মৃত নূরুল হুদার ছেলে সেলিম গতকার বুধবার সকালে মানুষ মাটি দেয়ার জন্য দামুড়হুদার হাতিভাঙ্গা গ্রামে যায়। মাটি দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বেলা ১২টার দিকে চিৎলা কবরস্থানের সামনে পৌছুলে একটি ছাগল সামনে পড়ে। এ সময় সে ওই ছাগলকে বাঁচাতে গিয়ে গাড়ির হাইড্রোলিক ব্রেক চেপে ধরলে নিয়ন্ত্রণ হারিয়ে পিচরোডে ছিটকে পড়ে গুরুতর জখম হন। মোটরসাইকেলে থাকা অপর দু আরোহী দামুড়হুদা গুলশানপাড়ার মমরেজের ছেলে নাসিরুল্লাহ (৩২) ও আকবর আলীর ছেলে পল্টন (৩০) মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয়। তাদেরকে চিৎলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং চালক সেলিমের আবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।