স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার ও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেট যশোর ও নোয়াখালীতে বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি। গতকাল বুধবার সংশ্লিষ্ট জেলার বিএনপি নেতারা এ হরতাল আহ্বান করেন। গতকাল বুধবার সকাল ১০টায় সিলেট নগরীর দরগা গেটে মিছিলপূর্ব সমাবেশ থেকে মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম হরতালের ঘোষণা করেন। এদিকে যশোরে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ ৪৯ জনের নামে মামলা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার এসআই শাহিনুর রহমান বাদী হয়ে গতকাল বুধবার সন্ধ্যায় এ মামলা দায়ের করেন। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট। বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী শহরে অবরোধকারী ও পুলিশের সাথে সংঘর্ষে রুবেল নামে একজন নিহত হয়েছে। নিহত রুবেল পৌর যুবদলের কর্মী। এ ঘটনায় অর্ধশত আহত হয়। পরে জেলা বিএনপির নেতারা বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়।