রাজধানীতে রিকশা চালাতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন চুয়াডাঙ্গার আবুল

রামপুর ব্রিজের নিকট থেকে উদ্ধার করে মেডিকেল কলেজে ভর্তি : মৃত্যু : মাথার আঘাত নিয়ে নানা প্রশ্ন
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় রিকশা চালাতে গিয়ে একদিনের মাথায় লাশ হয়ে বাড়ি ফিরেছেন চুয়াডাঙ্গা কলোনির আবুল হোসেন শেখ (৪৮)। গতপরশু মঙ্গলবার বিকেলে ঢাকা রামপুরা ব্রিজের নিকট থেকে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ভর্তির পর তার মৃত্যু হয়। গতকাল বুধবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা কলোনি কবরস্থানে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।
ঢাকায় রিকশা চালাতে গিয়ে এমন কী হলো যে তাকে লাশ হয়ে ফিরতে হলো? স্পষ্ট জবাব না মিললেও পরিবারের সদস্যরা বলেছেন, ঢাকায় অবরোধের মধ্যে পড়ে পিকেটারদের ইটের আঘাতে গুরুতর জখম হয়। পরে মৃত্যু হয়েছে তার। অবশ্য পুলিশের বরাত দিয়ে কেউ কেউ বলেছে, রিকশা চালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে মাথায় লেগে আহত হয়েছে। পিকেটারদের ইটের আঘাতের বিষয়টি স্পষ্ট নয়।
জানা গেছে, কলোনিপাড়ার মৃত নিয়ামত শেখের ছেলে আবুল হোসেন শেখ দীর্ঘদিন ধরেই চুয়াডাঙ্গা জেলা শহরে রিকশা চালাতেন। এক ছেলে এক মেয়ের জনক আবুল হোসেনের সম্প্রতি পরিচয় হয় সুমিরদিয়ার আতর আলীর ছেলে জাকিরের সাথে। জাকির পূর্ব থেকেই ঢাকায় রিকশা চালায়। তার সাথে পরিচয়ের সূত্র ধরেই গত কয়েক দিন আগে ঢাকায় যান আবুল হোসেন শেখ। ঢাকায় রিকশা চালাতে গিয়ে একদিনের মাথায় তাকে লাশ হয়ে বাড়ি ফিরতে হলো। গতপরশু রাত ৩টার দিকে মৃতদেহ বহনকরা গাড়িটি তার বাড়ির সামনে পৌঁছুলে নিকটজনদের আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্যের অবতরণা হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে অনেকেই নানামুখি প্রশ্ন তোলেন। মাথায় আঘাত থাকলেও কেন ঢাকায় ময়নাতদন্ত না করিয়ে লাশ দ্রুত তার বাড়িতে নেয়া হলো? এ প্রশ্নও ঘুরে ফিরে স্থানীয়দের মাঝে উঠে আসে।

Leave a comment