মেহেরপুর অফিস: বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক চৌধুরীর বাসভবনে বোমা হামলার প্রতিবাদে দোষীদের নিন্দা ও শাস্তির দাবিতে মেহেরপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি। গতকাল বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম জেলা প্রশাসক মাহমুদ হোসেনের হাতে স্মারকলিপি তুলে দেন। এ সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ, যুগ্ম সম্পাদক নিশান সাবের, সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ, মেহেরপুর সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।