মেহেরপুর অফিস: এক অন্যরকম সময় পার করলেন মেহেরপুর সুইড বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মেহেরপুর সরকারি বালিকা ও বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১০ ব্যাচের বন্ধুদের সংগঠন শৈশবের আড্ডার আয়োজনে বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দিনব্যাপি হই হুল্লোড় করে বিনোদন করে তারা।
বিদ্যালয়ের পরিচিতির লক্ষ্যে গতকাল বুধবার সকালে জেলা আইনজীবি সমিতির কার্যালয়ের সামনে অবস্থান ও ৱ্যালি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি জাতীয়করণ ও সার্বিক সহযোগিতা কামনা করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হয়। দ্বিতীয় পর্বে বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব শুরু হয়। পিঠা খাওয়ার পাশাপাশি প্রতিযোগিতার পুরস্কার গ্রহণ করে উল্লাস প্রকাশ করেন বিজয়ীরা। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান। সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালি খাতুন, শৈশবের আড্ডা সংগঠনের সদস্য তানভিরুল ইসলাম, মৌ পাল, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা ৱ্যালি ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।