দামুড়হুদায় পাওনাদারকে পিটিয়ে জখম

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় চাল বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে হাবিব (৩০) নামের একজনকে পিটিয়ে জখম করার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আহত হাবিব দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের নামে থানায় মামলা করেছেন। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার রুদ্রনগর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী দামুড়হুদা দশমীপাড়ার আশরাফুল আলম বকুলের ছেলে যুবলীগ নেতা হাবিব জানান, তার মামা প্রতাপপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে চালব্যবসায়ী মিজানুর কিছু দিন আগে রুদ্রনগর গ্রামের গোপালের ছেলে মুদিদোকানি মান্নানের কাছে বাকিতে চাল বিক্রি করেন। গতকাল দুপুরে মামা মিজানুর আমাকে সাথে নিযে চাল বিক্রির বকেয়া ১ লাখ ৪১ হাজার টাকা আনতে গেলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যাযে মান্নান মামাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং মান্নান ও তার ছেলে সোহাগসহ অজ্ঞাতনামা ৫/৬ জন আমাদের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারপিট করে আহত করে। স্থানীয়রা এগিয়ে এসে আমাদের উদ্ধারসহ চিৎলা হাসপাতালে নিয়ে আসে।

Leave a comment