চুয়াডাঙ্গার তেঘরিয়ায় পরকীয়া প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা খাড়াগোদার গৃহবধূ এক সন্তানের জননী শিলা খাতুন পরকীয়া প্রেমে জড়িয়ে পার্শ্ববর্তী তেঘরিয়া গ্রামের এক সন্তানের জনক প্রেমিক জাহাঙ্গীরের বাড়িতে বিয়ে দাবিতে অবস্থান নিয়েছে। গতকাল সকালে তার বাড়িতে অবস্থান নেয় শিলা।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা গ্রামের ছয়বার আলী সাথে শিলা খাতুনের ৭ বছর আগে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে রয়েছে একটি কন্যাসন্তান। এর এক পর্যায়ে শিলা খাতুন পার্শ্ববর্তী তেঘরিয়া গ্রামের মেজ খোকার ছেলে জাহাঙ্গীরের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। দু সপ্তা আগে শিলা খাতুন স্বামীর সংসার ছেড়ে জাহাঙ্গীর হাত ধরে অজানার উদ্দেশে পাড়ি জমায়। ৯ দিন পর গত শুক্রবার তারা এলাকায় ফেরে।

শিলা অভিযোগ করে বলে, জাহাঙ্গীর বিয়ে প্রলোভন দেখিয়ে আমাকে ঢাকায় নিয়ে যায়। সেখানে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাভাড়া নিয়ে একই বাড়িতে থেকেছি। বিয়ের কথা বললে আজকাল করে ঘুরাতে থাকে। ৯ দিনের মাথায় তার কয়েক বন্ধু মিলে আমাদেরকে ঢাকা থেকে ফিরিয়ে নিয়ে আসে। জাহাঙ্গীরের বাড়িতে উঠি। পরদিন জাহাঙ্গীর ওই বন্ধুর মাধ্যমে আমাকে পিতার বাড়ি কালীভাণ্ডারদহে পাঠায়। পিতার বাড়িতে ঠাঁই না হওয়ায়। ওই রাতে তারা মাঠে রাখে। পরে এ বাড়ি সে বাড়ি করে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। পারছি না যেমন স্বামীর সংসারে যেতে, তেমনি পিতার বাড়িতেও জায়গা হচ্ছে না। উপায় না পেয়ে বিয়ের জন্য জাহাঙ্গীরের বাড়িতে অবস্থান নিয়েছি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে দৈহিক মেলামেশা করেছে। এখন বিয়ে করতে অস্বীকার করছে।

Leave a comment