স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার বলেশ্বরপুরে কদম আলীকে মারধর করে তার কাছে থাকা প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধাবার সন্ধ্যা ৭টার দিকে কদম আলী বলেশ্বরপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মোবাইল টাউয়ারের কাছে পৌঁছুলে ১০/১৫ জন লোক গতিরোধ করে। ধারালো অস্ত্রে মুখে জিম্মি করে কাছে থাকা প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আইলহাস ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে কদম আলী ইউনিয়ন যুবলীগ নেতা। তিনি অভিযোগ করে বলেন, বলেশ্বরপুর বাজারে ব্যবসা রয়েছে। সেখান থেকে গতকাল সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ১০/১৫ জন ব্যক্তি গতিরোধ করে কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তিনি জানান, তাদের মধ্যে বিপুল, শিমুল ও ফকির মোহাম্মদ নামের ৩ জনকে চিনতে পেরেছি।