মৎস্যপণ্য ফরমালিনমুক্ত রাখার নিমিত্তে মেহেরপুরে অবহিতকরণ ও মতবিনিময়

 

মেহেরপুর অফিস: গতকাল মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলার সকল মৎস্যপণ্য ফরমালিনমুক্ত রাখার নিমিত্তে অবহিতকরণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, (রাজস্ব) হেমায়েত হোসেন খান, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক শ্রী চৈতন্য কুমার দাস, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. মেছবাহুল হক, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম, মুজিবনগর উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন, আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম কামরুজ্জামান, মৎস্য আড়ত ব্যবসায়ী অনন্ত হালদার প্রমুখ।

Leave a comment