মেহেরপুরে মাসব্যাপি বাণিজ্য মেলার উদ্বোধন

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে মাসব্যাপি বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।

মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতি, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, (রাজস্ব) হেমায়েত হোসেন, সহকারী পুলিশ সুপার আজবাহার শেখ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেলা উদযাপন কমিটির আহ্বায়ক সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল, সদস্য কেএম আতাউল হাকিম লাল মিয়া, বারিকুল ইসলাম লিজন, শাহ আলম কনক প্রমুখ।

Leave a comment