দৈনিক মাথাভাঙ্গা দফতরে তিন দফা তিন দল যুবকের হানা : সম্পাদক লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার: দৈনিক মাথাভাঙ্গার প্রধান কার্যালয়ে গতরাত ৮টার পর থেকে ৩ দফায় হামলা চালিয়ে অশ্লীল বাক্যবানে উত্তেজনা ছড়ানো হয়। এক পর্যায়ে সম্পাদককেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। লাঞ্ছনাকারী চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলা মামলার আসামি বলে নিজেকে পরিচয় দিয়ে উগ্র আচরণ করতে থাকে। হামলাকারীদের কেউ কেউ নিজেদের ক্ষমতাসীনদলের বলে দাবি করে। প্রশ্ন তুলে বলতে থাকে পত্রিকায় চুয়াডাঙ্গা আওয়ামী লীগের কর্মসূচির মিছিলের ছবি কেন ছাপা হয়নি, বিএনপির কালোপতাকা নিয়ে মিছিলের ছবি কোথা থেকে এলো? এসব প্রশ্ন তুলে উগ্র আচরণ করে। পত্রিকা অফিস পুড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হয়।

গতরাত সাড়ে ৮টার দিকে এক দফা ২০/২৫ জনের একদল যুবক দৈনিক মাথাভাঙ্গার বড়বাজার ফেরিঘাট সড়কস্থ কার্যালয়ে প্রবেশ করে। তারা পত্রিকায় ছবি প্রকাশে পক্ষপাতের অভিযোগ তোলে। এক পর্যায়ে তারা ফিরে গেলেও ঘণ্টাখানেকের মাথায় ১০/১২ জনের একদল যুবক পত্রিকা অফিসে প্রবেশ করে। সম্পাদকের কক্ষে প্রবেশ করে উগ্র আচরণ করে। এক পর্যায়ে সম্পাদককে শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়। হুমকিধামকি দিতে দিতেই ফিরে যায় তারা। এর ৪৫ মিনিটের মাথায় আবারও একদল যুবক হানা দিয়ে উগ্র আচরণ করে বিভিন্ন হুমকিধামকি দেয়।

দফায় দফায় হামলার ঘটনার পর মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন বলেছেন, আমরা অসহায়। দৈনিক মাথাভাঙ্গা কতোটা নিরপেক্ষ, তা বিচারের ভার পাঠককূলের ওপর। এ ধরণেরে হামলার প্রতিকার না পেলে সংবাদপত্রের নিরপেক্ষতা চুলোয় উঠবে।

দৈনিক মাথাভাঙ্গা দফতরে হামলার বিষয় জানার পর তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a comment