দামুড়হুদায় ছবিসহ হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম/২০১৪ এর খসড়া ভোটার তালিকা উপজেলা নির্বাচন অফিসকর্তৃক প্রকাশ করা হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাচন গত ২ জানুয়ারি উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার হালনাগাদ খসড়া এ ভোটার তালিকা প্রকাশ করেন। ইউনিয়নভিত্তিক হালনাগাদ খসড়া ভোটার তালিকা অনুযায়ী দর্শনা পৌরসভায় ১ হাজার ২০৩ জন, দামুড়হুদা ইউনিয়নে ১ হাজার ৫২০ জন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে ৮৪৩ জন, হাউলী ইউনিয়নে ১ হাজার ৬৫৬ জন, জুড়ানপুর ইউনিয়নে ১ হাজার ৩১১ জন, কার্পাসডাঙ্গা ইউনিয়নে ১ হাজার ৬৬০ জন, কুড়–লগাছি ইউনিয়নে ৯০৯ জন, নতিপোতা ইউনিয়নে ৫৮৮ জন এবং নবগঠিত নাটুদাহ ইউনিয়নে ৭৯৩ জন নতুন ভোটারের হালনাগাদ খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার আবু দাউদ বলেন, আমরা গত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে আলাদা আলাদাভাবে ছবিসহ খসড়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনা করি। এ বিষয়ে কারোর কোনো দাবি/আপত্তি থাকলে আগামী ১৭ জানুয়ারির মধ্যে উপজেলা নির্বাচন অফিসে হাজির হয়ে তা জানাতে হবে। তিনি আরো বলেন, এখনও পর্যন্ত যে সমস্ত ব্যক্তি ভোটার হতে পারেননি তাদেরকে চলতি মাসের মধ্যে ভোটার হওয়ার সুযোগ আছে।

Leave a comment