দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়

মাথাভাঙ্গা মনিটর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ক্যারিবীয়দের ৮ উইকেটে হারিয়েছে প্রোটিয়াসরা। সেঞ্চুরিয়ানে সিরিজের প্রথম টেস্ট এক ইনিংস ও ২২০ রানে জিতেছিলো দক্ষিণ আফ্রিকা। আর পোর্ট এলিজাবেথের টেস্ট হয় ড্র। কেপটাউন টেস্ট জয়ের জন্য চতুর্থ দিনে ১২৪ রানের টার্গেট পায় দক্ষিণ আফ্রিকা। দিন শেষে ১ উইকেটে ৯ রান তুলেছিলো তারা। তাই পঞ্চম ও শেষদিনে প্রয়োজন পড়ে ১১৫ রান। সেই লক্ষ্যে পঞ্চম দিনের লাঞ্চ বিরতির আগেই ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। ৫ রানে শুরু করা ডিন এলগার শেষপর্যন্ত ৬০ রানের অনবদ্য ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। মাঝে ফাফ ডু-প্লেসিসকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। এলগারকে নিয়ে সেই চাপ সামলে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক হাশিম আমলা। ৩৮ রানে অপরাজিত ছিলেন আমলা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২৪ রানে ২ উইকেট শিকার করেন স্পিনার সুলেমান বেন। ম্যাচ সেরার পুরস্কার জিতেন এবি ডি ভিলিয়ার্স ও সিরিজ সেরার পুরস্কার জিতেন আমলা। টেস্ট সিরিজ শেষ হওয়ায় আগামী ৯ জানুয়ারি থেকে তিন ম্যাচের টুয়েন্টি টুয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ফল : দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী। সিরিজ : তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা। ম্যান অব দ্য ম্যাচ: এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)। ম্যান অব দ্য সিরিজ: হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)।

Leave a comment