স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার যুগ্মজেলা ও দায়রা জজ (২) আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম মাদকব্যবসায়ী রাসেল হাওলাদারকে (৩১) তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় দিকে আসামির অনুপস্থিতিতে এই আদেশ দেন। রাসেল হাওলাদারের বাড়ি ফরিদপুরের ভাঙা উপজেলার কালামৃধা গ্রামে। সে ওই গ্রামের কালাচাঁদ হাওলাদারের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের সরকারি আবাসন রজনীগন্ধার অস্থায়ী বাসিন্দা ছিলেন।
আদালতসূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৩ জুন দর্শনা তদন্তকেন্দ্রের পুলিশ দক্ষিণচাঁদপুর গ্রাম থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ রাসেলকে আটক করে। ওই ঘটনায় সহকারী উপপরিদর্শক মফিজুর রহমান বাদী হয়ে রাসেলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। বিচারকার্য চলাকালে রাসেল আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপন করে। ছয়জনের সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক আসামি রাসেলের বিরুদ্ধে উল্লেখিত সাজার আদেশ দেন।