গাংনীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা। গতকাল মঙ্গলবার সকালে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে ওই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় দুটি বিভাগে ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। গাংনী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ৩১টি বিষয়ের ওপর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Leave a comment