কাশ্মীর সীমান্তে লড়াই : পালাচ্ছে সীমান্তবাসীরা

 

মাথাভাঙ্গা মনিটর: কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানিবাহিনীর মধ্যে গুলিবিনিময় চলতে থাকায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্ত অঞ্চলের গ্রামগুলো থেকে হাজার হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। গত সপ্তাজুড়ে দুপক্ষের গুলিবিনিময়ে ভারতীয় ও পাকিস্তানি সেনা এবং বেসামরিক নাগরিকসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। শান্তামানু নামের এক জ্যেষ্ঠ ভারতীয় কর্মকর্তা বার্তা সংস্থা জানিয়েছে, গত সপ্তায় গুলি বিনিময় শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১০ হাজার বেসামরিক নাগরিক সীমান্ত অঞ্চলের গ্রামগুলো থেকে পালিয়ে গেছেন। শাম কুমার নামের ৫৪ বছর বয়সী এক গ্রামবাসী বলেছেন, আমরা কোনোরকমে পালিয়ে এসেছি, সেখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। পাকিস্তানি সেনারা দূর-পাল্লার অস্ত্র ব্যবহার করছে। এই প্রথম এ ধরনের ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়লাম আমরা। তিনি জানান, সীমান্তের সাড়ে তিন কিমি ভেতরের একটি স্কুলে একটি গোলা এসে পড়ার পর তিনি গ্রাম ছেড়ে পালিয়ে এসেছেন। গতকাল মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত দু’পক্ষের মধ্যে গুলিবিনিময় অব্যাহত ছিলো বলে প্রকাশিত খবরে জানা গেছে। ভারতীয় এক সেনা কর্মকর্তা বলেছেন, গোলা বিনিময় অব্যাহত আছে, পাকিস্তানি গোলাবর্ষণের পাল্টা জবাব দিচ্ছি আমরা। এর আগে সোমবার পাকিস্তান জানিয়েছিলো, ভারতীয় গোলাবর্ষণের সমুচিত জাবাব দিচ্ছেন তারা। উভয়পক্ষ লড়াই শুরু করার দায় পরস্পরের ওপর চাপিয়েছে। ২০০৩ সালে দু’পক্ষের মধ্যে গুলিবর্ষণ বন্ধ রাখার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হলেও প্রায়ই প্রতিবেশী দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলেন।

Leave a comment