১৯ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন মমতা

স্টাফ রিপোর্টার: তিনদিনের সরকারি সফরে ১৯ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাংলাদেশে আসছেন। গতকাল সোমবার বিকেলে শেখ হাসিনার আমন্ত্রণপত্র মমতার হাতে তুলে দেন কোলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ। বিকেল ৪টা থেকে সোয়া এক ঘণ্টা উপরাষ্ট্রদূতসহ বাংলাদেশের চার প্রতিনিধির সাথে শিল্পে বিনিয়োগ ও দু বাংলার সাংস্কৃতিক আদান-প্রদানসহ নানা বিষয়ে বিস্তারিত কথা বলেন মুথ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে আরো উপস্থিত ছিলেন মাইনুল কবীর, আনোয়ারুল ইসলাম একং মোফাক্কর ইকবাল। পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে জানিয়েছেন ১৯ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে আসবেন। তিনি ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের মূল অনুষ্ঠানে অংশ নেয়া ছাড়াও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। দেশে ফিরবেন ২১ ফেব্রুয়ারি রাতে।