মেহেরপুরের মুজিবনগর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলা ভবেরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রওশন মণ্ডল আর নেই। গত রোববার রাত ১০টায় মুজিবনগর মুজিবনগর স্বাস্থ্য কমপেক্স হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭৫) বছর। তিনি দু স্ত্রী ও আট ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল ১১টায় ভবেরপাড়া কবর স্থান মাঠে মেহেরপুরের পুলিশের চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুণ কুমার মণ্ডল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বসিরউদ্দীন, মুজিবনগর উপজেলা কমান্ডার আ. জলির, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমুখ। বেলা ১২টায় তার লাশ গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়।

Leave a comment