গাংনীর মহাম্মদপুর ঘাটে ব্রিজ নির্মাণের লক্ষ্যে মাটি পরীক্ষা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর ঘাটে মাথাভাঙ্গা নদীর ওপরে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। গত রোববার দুপুরে ব্রিজ নির্মাণের লক্ষ্যে মাটি পরীক্ষা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আখতার বানু, ডা. নাজমুল হক সাগর, প্রকৌশলী মনিরুজ্জামান, প্রভাষক রিয়াজ উদ্দীন, ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম সাবান প্রমুখ।

মাঠি পরীক্ষার পর ব্রিজ নির্মাণ কাজ শুরু হবে বলে ঠিকাদারি প্রতিষ্ঠান কুষ্টিয়ার এনএস এন্টারপ্রাইজ সূত্রে জানা গেছে। ব্রিজটি নির্মাণ হলে গাংনী উপজেলার সাথে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সড়ক যোগাযোগে এক যুগান্তকারী পরিবর্তন হবে বলে জানায় এলাকাবাসী।

Leave a comment