গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রামে প্রতিপক্ষের হামলার জিয়াউর রহমান (৩০) ও তার বোন সোনাভানু (৩৫) আহত হয়েছেন। তুচ্ছ ঘটনায় গতকাল সোমবার সকালে প্রতিবেশী সিরাজুল ইসলামের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে। এ সময় বাড়িতে ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পাকুড়িয়া গ্রামের মনিরুল ইসলামের গরুর খাবারের পানি ফেলা হয় প্রতিবেশী সিরাজুল ইসলামের জায়গায়। এ নিয়ে দু পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। এর জের ধরে গতকাল সোমবার সকালে সিরাজ ও তার লোকজন মনিরুলের বাড়িতে হামলা চালায়। আহত হন মনিরুলের ভাই জিয়া ও বোন সোনাভানু। বাড়িঘরে ইটপাটকেল নিক্ষেপ ও ট্রাক্টরে ভাঙচুর চালায় তারা। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ভাই-বোনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মনিরুল ইসলামের অভিযোগ, তারা বিএনপি সমর্থক তাই প্রতিবেশী আওয়ামী লীগ সমর্থক সিরাজুল ইসলাম অন্যায়ভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।