স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে সোনা ডাকাতির অভিযোগে নগর গোয়েন্দা পুলিশের এক এসআইসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন- গোয়েন্দা পুলিশের এসআই আবুল হোসেন, হকার্স নেতা তারেক, লোকমান, কবির, জসিম, বাপ্পি। এছাড়া পটিয়ার রহিম মেম্বার নামের এক ব্যক্তি পলাতক রয়েছেন। সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডল জানান, এ ঘটনায় এসআই আবুল হোসেনকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ঢাকা যাওয়ার জন্য ২৮টি সোনার বার নিয়ে বাসা থেকে বের হন সোনা ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার। স্টেশন রোডে পৌঁছুলে এসআই আবুল হোসেনের নেতৃত্বে নগর গোয়েন্দা পুলিশের একটি দল কৃষ্ণ কর্মকারকে আটক করে মারধর করেন। এক পর্যায়ে তার কাছে থাকা সোনার বারগুলো ছিনিয়ে নেয়। ভাইকে মারধর করতে দেখে এ সময় পেছনে থাকা তার ছোট ভাই নারায়ণ কর্মকার পালিয়ে যায়। এদিকে সোনা ছিনতাইয়ের ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারলে আবুল হোসেনকে চাপ প্রয়োগ করে তারা। এক পর্যায়ে আবুলকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে আরও পাঁচজনকে আটক করা হয়। রাত সাড়ে ৮টার দিকে ডাকাতির মামলা দায়ের করেন নারায়ণ কর্মকার।