শিক্ষিকা হোসনে আরা বেগমের ইন্তেকাল : দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা হোসনে আরা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না………..রাজেউন)। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে তিনি দৌলাতদিয়াড় সরদারপাড়াস্থ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গতরাত ১০টায় দৌলাতদিয়াড় সরদারপাড়া কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় সরদারপাড়ার আবুল হোসেনের স্ত্রী হোসনে আরা খাতুন দৌলাতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের মধ্যদিয়ে তিন বছর আগে অবসর গ্রহণ করেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ জীবনযাপন করে আসছিলেন তিনি। গতকাল বেলা আড়াইটার দিকে তিনি নিজ বাড়ি সন্তানদের সাথে কথা বলার এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। হোসনে আরা খাতুন দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিনের চাচি ছিলেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যরা বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।