মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে সীমান্তের ১৭৩ এস পিলারের কাছে ঘণ্টাব্যাপি এ বৈঠক হয়। বৈঠকে সীমান্তে মানুষ হত্যা, নারী-শিশু পাচার ও মাদকচোরাচালান প্রতিরোধে দু দেশের সীমান্তরক্ষীদের মাঝে ব্যাপক আলোচনা হয়। এতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বাঘাডাঙ্গা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. নজরুল ইসলাম এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের শিয়ালবাড়িয়া ক্যাম্প কমান্ডার এসআই রতন লাল। এছাড়া মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের খোশালপুর নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে আরো একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাঙ্গা বিওপি কমান্ডার সুবেদার মো. রবিউল ইসলাম এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সত্যেন্দর সিংহ।

Leave a comment