মাথাভাঙ্গা মনিটর: দুবাইতে আব্দুল বারেক নামের বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি শিবচর উপজেলার মুন্সি কাদিরপুর ইউনিয়নে। গত ২৬ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ৬টায় মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। তার লাশ দেশে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে শিবচর প্রবাসী কল্যাণ পরিষদ নামের উপজেলার একটি সংগঠন। দুবাইতে কর্মরত শিবচর প্রবাসী কল্যাণ পরিষদের সদস্য সুজাত হাসান মল্লিক ও আরিফ মৃধা সাংবাদিকদের জানান, আমরা লাশ দেশে পাঠানোর সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।