মাথাভাঙ্গা মনিটর: টেস্ট ইতিহাসে সবচেয়ে কম ইনিংস খেলে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করার কৃতিত্ব অর্জন করেছেন কুমার সাঙ্গাকারা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ট্রেন্ট বোল্টের বলে দু রান নিয়ে সাঙ্গাকারা এ মাইলফলক স্পর্শ করেন। ১১ হাজার ৯৮৮ রান নিয়ে সাঙ্গাকারা দু টেস্ট সিরিজের এ আসরটি শুরু করেছিলেন। ক্রাইশ্চার্চে প্রথম টেস্টের দু ইনিংসে ছয় এবং এক রান করার পরে ওয়েলিংটনে পাঁচ রান যোগ করে তিনি ১২ হাজার রান পূর্ণ করেন। দ্বিতীয় টেস্টের শুরুতে শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস বলেছিলেন, যখন সে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলো তখন সেটা কোচের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছিলো। টেস্টে একের পর এক বল তাকে উইকেটের পেছনে ধরতে হয়। তাই ব্যাট হাতেও তাকে নিজেকে প্রমাণের জন্য কষ্ট করতে হয়। নেটে সে কঠোর পরিশ্রম করেছে যাতে কিছু রান করে দলকে সহযোগিতা করতে পারে।
২০০০ সালে টেস্ট ক্যারিয়ার শুরু করার সাঙ্গাকারা ব্যাট হাতে প্রথম থেকেই নিজেকে প্রমাণ করে আসছেন। ৫৮ গড় নিয়ে উইকেটরক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাট হাতেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। এর মধ্যে ১৩০ টেস্টে করেছেন ৩৭টি সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৩১৯ রানের ইনিংস উপহার দিয়েছেন। ভারতীয় মাস্টার ব্লাস্টার শচিন টেন্ডুলকারের থেকে তার ব্যাটিং গড় বেশি হলেও সর্বকালের সেরা ব্যাটসম্যানদের তালিকায় এখন সাঙ্গাকারার অবস্থান চতুর্থ। ২০০ টেস্টে ৫৩.৭৮ গড়ে ১৫,৯২১ রান সংগ্রহ করে এ তালিকায় শীর্ষে রয়েছেন টেন্ডুলকার। এরপরের অবস্থানগুলোতে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৫১.৫৮ গড়ে ১৩,৩৭৮ রান), দক্ষিণ আফ্রিকান জ্যাক ক্যালিস (৫৫.৩৭ গড়ে ১৩,২৮৯ রান) এবং ভারতের রাহুল দ্রাবিড় (৫২.৩১ গড়ে ১৩,২৮৮ রান)। গত মাসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ম্যাচেও ১৩ হাজারের বেশি রান করার কৃতিত্ব অর্জন করেন সাঙ্গাকারা।