টিপ্পনী:

খবর: মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা ব্যবসায়ীর কারাদণ্ড

 

গাঁজা খেকো তাজা লোক

গাঁজা খায় ভাজিয়া,

সাগরেদ কোলকেটা

দেয় শুধু সাজিয়া।

 

ব্যবসাটা ভালো বেশ

যায় সেটা চলিয়া,

জোরেশোরে টানাটানি

লোকে যায় গলিয়া।

 

গাঁজা খোর ঢুলু ঢুলু

খাদে যায় পড়িয়া,

আকাশেতে ওড়ে ওরা

গরু গাড়ি চড়িয়া।

 

-আহাদ আলী মোল্লা