স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-পাঁচলাইশ-বাকলিয়া) আসনের সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। শনিবার সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিত্সা দেয়া হচ্ছে। জাতীয় পার্টি সূত্র জানান, শুক্রবার তিনি তার গ্রামের বাড়ি রাউজানে ছিলেন। গতকাল শনিবার সকালে বুকে ব্যাথা অনুভব করলে স্থানীয় চিকিত্সকের পরামর্শ নেন।