স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় খেলার উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি টুর্নামেন্টের আহ্বায়ক এমএম শাহাজাহান মুকুল।
ফাইনালে সাগর-রকি জুটি রউফ-তালিম জুটিকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রউফ-তালিম জুটি রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি সৈয়দ হেদায়েত হোসেন আসলামের সঞ্চালনায় বারের সভাপতি আব্দুল ওহাব মল্লিক, সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান ও এমএম শাহজাহান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মানি খন্দকার ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হেমায়েতউল্লাহ বেল্টু বক্তব্য রাখেন। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হেমায়েতউল্লাহ বেল্টু এবং সেরা খেলোয়ারসহ বেশ কয়েকটি পুরস্কার বেসরকারি সংগঠন মানবতার পক্ষে সেলিম উদ্দিন খান ও মানি খন্দকার তুলে দেন। এ সময় আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।