আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ক্রিকেট খেলতে গিয়ে নিহত অনিকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ফুটবল মাঠে ক্রিকেট খেলতে গিয়ে স্কুলছাত্র ক্ষুদে ক্রিকেটারের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে গ্রামের পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়। বিকেলে মুন্সিগঞ্জ সংহতি সঙ্ঘের আয়োজন দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ক্ষুদে ক্রিকেটার অনিকের নামে স্মৃতিস্তম্ভ করা হবে। ছাড়া হবে ক্রিকেট টুর্নামেন্ট।

জানা গেছে, আলমডাঙ্গার জেহালা গ্রামের মিলপাড়ার সহিদের ছেলে মুন্সিগঞ্জ একাডেমীর ৮ম শ্রেণির ছাত্র অনিক (১৩)। মুন্সিগঞ্জ টাউন ফুডবল মাঠে ক্রিকেট খেলতে গিয়ে সতীর্থ খেলোয়াড়ের সাথে বুকে ধাক্কা লেগে গতপরশু বিকেল ৫টার দিকে আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জের একটি নাসিং হোমে নেয়া হয়। পরে তার অবস্থা খারাপ হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার পরিবারসহ এলাকাজুড়ে চলতে থাকে শোকের মাতম। গতকাল সকাল ১০টার দিকে গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়। জানাজায় হাজারও মানুষের ভিড় নামে। গতকাল শনিবার ওই মাঠে খেলা বন্ধ রেখে এক মিনিট নীরবতা পালন করা হয়। তিন দিনের শোক পালনের আহ্বান জানান। অনিকের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করে দোয়া করা হয়। মুন্সিগঞ্জ সংহতি সঙ্ঘের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান, সাধারণ সম্পাদক সুরেশ কুমার আগারওয়ালা পিন্টুসহ আবিদুদ্দোজা ক্যাবল মিঞা, দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, সাংবাদিক অনিক সাইফুল, জেহালা ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈন আহম্মেদসহ ক্লাবের খেলোয়াড়রা গভীর শোক প্রকাশ করে বলেন, আগামী সোমবার বাদ আছর ফুটবল মাঠে আবারো দোয়া মাহফিল ও কুলখানির আয়োজন করা হয়েছে। এলাকার সুধী, প্রাক্তন ও নবীন খেলোয়াড়দের উপস্থিত কামনা করে বলা হয় ফুটবল মাঠে অনিকের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে।