মাথাভাঙ্গা মনিটর: ভারত টেস্ট দলে মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি বিরাট কোহলি আক্রমণাত্মক অধিনায়ক হবেন বলেই মনে করেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসন। মেলবোর্নে ড্র হওয়া সিরিজের তৃতীয় টেস্টের পর হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়ার ঘোষণা দেন ধোনি। সিডনিতে আগামী মঙ্গলবার থেকে শুরু হওয়া সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে ভারতের নেতৃত্ব দেবেন কোহলি।
চলতি সিরিজে অসাধারণ ব্যাট করে যাচ্ছেন কোহলি। আর জনসনও ভালো বোলিং করছেন। এ দুজনের মধ্যে কথার লড়াইটাও ভালোই চলছে। জনসন অবশ্য কথার লড়াইয়ের জন্য কোহলি আক্রমণাত্মক হবেন বলে ভাবছেন না। কোহলির খেলার ধরন আর মানসিকতার প্রসঙ্গ টেনেই এ ভবিষ্যদ্বানী করেন তিনি। সে অবশ্যই আক্রমণাত্মক ধাচের অধিনায়ক হবে। সে যেভাবে ফিল্ডিং সাজায়, আমার মনে হয়, এমএস (ধোনি) যা করেছে আপনারা তার চেয়ে ভিন্ন কিছু দেখবেন। কোহলিকে মজার এক চরিত্র অ্যাখ্যা দিয়ে জনসন বলেন, সে ভয়ঙ্কর এক প্রতিযোগী।