স্টাফ রিপোর্টার: সাপ্তাহিক রাজচক্র পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সার্ক কালচারাল সম্মেলন অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিবঙ্গের রানাঘাটে যাবেন চুয়াডাঙ্গার সঙ্গীতশিল্পী সুর্বণা শোভা। তিনি ওই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। দু দিনব্যাপি অনুষ্ঠান শুরু হবে আগামীকাল রোববার। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আলোচনাসভা ও রাজচক্র অ্যাওয়ার্ড প্রদান করা হবে। পরদিন সোমবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে গান পরিবেশন করবেন শোভা। তিনি আজ শনিবার দর্শনা চেকপোস্ট হয়ে ভারতের যাবেন বলে জানান।