সমাজসেবা দিন বদলে এগিয়ে যাবো সমান তালে

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা-মেহেরপুরে র‌্যালি শেষে আলোচনাসভা

 

স্টাফ রিপোর্টার: ‘সমাজসেবা দিন বদলে, এগিয়ে যাবো সমান তালে’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় সমাজেসেবা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সমাজসেবা অধিদপ্তরে প্রাঙ্গণে শেষ হয়। পরে সেখানে আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আতিয়ার রহামনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা পিপি প্রমুখ। অনুষ্ঠানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলার সরকারি কর্মকর্তা ও কর্মাচরীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ র‌্যালি ও আলোচনাসভায় অংশ নেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, জাতীয় সমাজেসেবা দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও আলোচনাসভা করেছে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা সমাজসেবা অফিসার আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মো. আসকার আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলার সরকারি কর্মকর্তা ও কর্মাচরীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ র‌্যালি ও আলোচনাসভায় অংশ নেন।