মাথাভাঙ্গা মনিটর: ভারতের উত্তরপ্রদেশের একটি থানায় ১৪ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। দুজন পুলিশ সদস্য গত ৩১ ডিসেম্বর ওই কিশোরীকে অপহরণ করে থানায় এনে গণধর্ষণ করেছে। ধর্ষণকারী পুলিশ সদস্যদের নাম বীর পাল সিং যাদব ও অবনিশ যাদব। এরপর থেকেই পুলিশের ওই দুজন পলাতক রয়েছেন। প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে ইতোমধ্যে জড়িত পুলিশ সদস্যদেরকে বরখাস্ত করেছে রাজ্য প্রশাসন। পুলিশের সুপারিন্টেনডেন্ট লালন সিং ঘটনার বর্ণনা দিয়ে জানিয়েছেন, গত ৩১ ডিসেম্বর ওই কিশোরীকে তার বাড়ি থেকে দু পুলিশ সদস্য অপহরণ করে মুসাঝাগ থানায় নিয়ে যায়। পরে সেখানেই তাকে গণধর্ষণ করে ওই দু পুলিশ সদস্য। ধর্ষিতার মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক অভিযুক্ত পুলিশ সদস্যদেরকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।