ভারতীয় উপকূলে পাকিস্তানি নৌকায় বিস্ফোরণ

মাথাভাঙ্গা মনিটর: ভারতের পশ্চিম উপকূলে পাকিস্তানের একটি বিস্ফোরকভর্তি নৌকা বিস্ফোরিত হয়ে সব আরোহীর মৃত্যু হয়েছে। গতকালু শুক্রবার ভারতীয় কর্তৃপক্ষ জানায়, উপকূলরক্ষীরা সন্দেহজনক ওই মাছ ধরার নৌকাটি ধাওয়া করতে থাকার এক পর্যায়ে এতে বিস্ফোরণ ঘটে। নৌকায় থাকা চার আরোহীর সবাই সাগরেই মারা গেছে। বিবৃতিতে আরো বলা হয়, ওই নৌকায় অবৈধ দ্রব্য রয়েছে জানতে পেরে উপকূল রক্ষীরা এর পিছু নেন। গত বৃহস্পতিবার ভোররাতের দিকে উপকূল থেকে ৩৬৫ কিলোমিটার দূরে আরব সাগরে কোস্টগার্ড সদস্যরা প্রায় এক ঘণ্টা ধরে নৌকাটি ধাওয়া করে এবং ফাঁকা গুলি ছুড়ে থামার নির্দেশ দেন। পালানোর চেষ্টার এক পর্যায়ে নৌকাটিতে বিস্ফোরণ ঘটে এবং ডুবে যায়। কোনো হামলা পরিকল্পনা নিয়ে নৌকায় থাকা বিস্ফোরকগুলো আনা হচ্ছিলো কি-না সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি কোস্টগার্ডের মুখপাত্র অজয় কুমার। ২০০৮ সালে ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় ১০ অস্ত্রধারী পাকিস্তানি একটি রাবারের নৌকাযোগে কমান্ডো স্টাইলে সমুদ্র থেকে তীরে উঠে আসে। তাদের ওই হামলায় ১৬৬ জন নিহত হয়।