মেহেরপুর উজলপুরে যাত্রার নামে অশ্লীল নৃত্য : হরেক রকম জুয়োর আসর
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের দৌলাতদিয়াড়ের লিটন (২৮) ও আলমডাঙ্গা গোপিনগরের জাবারুলকে (২৬) গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। গতরাত ১০টার দিকে মেহেরপুরের উজলপুর স্কুলমাঠে আয়োজিত মেলার নামে জুয়োর আসর থেকে এ দুজনকে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা বলেছে, উজলপুর স্কুলমাঠে যাত্রার নামে চলছে অশ্লীল নৃত্য। আশপাশে বসানো হয়েছে জুয়োর আখড়া। অশ্লীল নৃত্য আর জুয়োর আসরে এলাকার উঠতি বয়সীরই শুধু নয়, বহিরাগতরাও ভিড় জমাচ্ছে। হচ্ছে বিপথগামী। এসব অভিযোগের প্রেক্ষিতে গতরাত ১০টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লিটন চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড়ের আতিয়ার রহমান আতার ছেলে। জাবারুল আলমডাঙ্গার গোপিনগরের আব্দুল কুদ্দুসের ছেলে বলে পরিচয় দিয়েছে। এদেরকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হতে পারে।