আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেরুজ এমডি আজিজুর রহমান
দর্শনা অফিস: ‘বিন্দু বিন্দু আহরণে, উঠে দাড়াও আপন আলোয় নতুন সূর্যোদয়ে’ এ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে দিনব্যাপি চিরন্তনের প্রতিষ্ঠাবার্ষিকী ও ইংরেজি বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবীদ আজিজুর রহমান। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চিরন্তন দর্শনার ৬ষ্ট প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো ১ জানুয়ারি। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও ইংরেজি বর্ষবরণের লক্ষ্যে চিরন্তনের পক্ষ থেকে গ্রহণ করা হয় ব্যাপক কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিলো- বিকেলে বর্ণাঢ্য র্যালি। র্যালির উদ্বোধন করেছেন কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবীদ আজিজুর রহমান। র্যালিটি দর্শনা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। সন্ধ্যায় দর্শনা আজমপুরস্থ চিরন্তন চত্বরে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, নতুনের আহ্বানে চিরন্তনের প্রতিষ্ঠাবার্ষিকী ও ইংরেজি নববর্ষ উৎসব চিরন্তনই হয়ে থাক। নতুন বছরে নতুন উদ্যোগে এগিয়ে যাবে চিরন্তনের কার্যক্রম। চিরন্তনের সভাপতি পৌর কাউন্সিলর রবিউল হক সুমনের সভাপতিত্বে সভায় আলোচনা করেন, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, সাহিত্যিক আবু সুফিয়ান, বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন, ছাত্রদল নেতা আবু রায়হান, ছাত্রলীগ নেতা আরিফ মল্লিক প্রমুখ। সাংবাদিক হানিফ মণ্ডলের উপস্থাপনায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চিরন্তনের সাধারণ সম্পাদক হারুন রাজু। পরে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাজুর নেতৃত্বে অনুষ্ঠানে গান গেয়ে দর্শক মাতিয়েছেন দর্শনা ফেন্ডস সঙ্গীত একাডেমির শিল্পীরা। সবশেষ অনুষ্ঠিত হয়েছে অনুদান কূপনের ড্র। সার্বিক অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন, চিরন্তনের সোহাগ, অপু, বাবু, সুমন, সাকিব, তন্নি, সাগর, মুন্না, রকি, ইমন, রাজু, রকি, ফেরদৌস, রিয়াদ, তুর্জ, আশা, তুষার, রুপম, বাসার, রুবেল, প্রিন্স প্রমুখ। লাকি কূপনের নম্বর মেলাতে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার দর্শনা অফিস, সুমন গার্মেন্টস ও সম্রাট ডেকোটারের যোগাযোগের জন্য অনুরোধ করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন রাজু।