ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের নয়তন বিশ্বাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব ওরফে পণ্ডিত মেম্বার (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না………..রাজেউন)। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গত বৃহস্পতিবার তিনি নিজ বাড়িতে স্ট্রোকে আক্রান্ত হন। আজ শনিবার সকালে স্থানীয় গোরস্তানে দাফন কার্য সম্পন্ন হবে। তার মৃত্যুতে দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আছির উদ্দিন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।