স্টাফ রিপোর্টার: বিশিষ্ট আইনজীবী সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাদের কাছে নাগরিকদের কথার কোনো মূল্য নেই। তিনি বলেন, জনগণের বিজয় একদিন হবেই। জাতীয় প্রেসক্লাবে গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ আয়োজিত ৪৩তম বিজয় দিবস এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। ড. কামাল বলেন, জনগণের সমস্যা নিয়ে ক্ষমতাসীনরা মুখ খুলছেন না। যারা ক্ষতায় আছেন তারা ব্যাংক ও শেয়ারবাজার লুট করে জনগণকে দু আঙুল (ভি চিহ্ন) দেখাচ্ছেন। আমাদের ঐতিহ্যের সবগুলো খাত নষ্ট করা হলেও তারা ক্ষমতায় থাকতে চান। তিনি বলেন, কেউ যদি মনে করে আজীবন ক্ষমতায় থাকবে তবে তারা পাগলের স্বর্গে বাসবাস করছেন। তিনি বলেন, রাষ্ট্র আজ অমানবিক হয়ে গেছে। আমাদের আর চুপ করে বসে থাকলে হবে না। অসহায় বোধ করে বসে থাকার কোনো কারণ নেই। ঘরে ঘরে মানবাধিকার রক্ষা করার চেষ্টায় দুর্গ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।