চুয়াডাঙ্গা পিরোজখালীর দুজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ!

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলার পিরোজখালীর ইদ্রীস আলী ইদু (৪০) ও আজিম জোয়ার্দ্দারকে (৩৫) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনকেই রক্তাক্ত জখম অবস্থায় গতরাত ১১টার দিকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

আহতরা অভিযোগ করে বলেছে, গ্রামের আজিজুল ইসলামের ছেলে হাফিজুল নবগঙ্গায় বাঁধ দিয়ে মাছ শিকার করে। বাঁধ দিয়ে মাছ ধরতে বারণ করলে বিরোধ দেখা দেয়। আমরা কুষোডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে রাত ১০টার দিকে বাড়ি ফিরছিলাম। পিরোজখালী ব্রিজের নিকট হাফিজুলসহ তার লোকজন গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আমাদের কুপিয়ে জখম করেছে।

মৃত মুনসাদ আলী মেম্বারের ছেলে ইদ্রীস আলী ইদু নিজেকে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বলে পরিচয় দিয়ে বলেছে, ওরা আমাদের ওপর পরিকল্পিভাবে হামলা চালিয়েছে।