গ্রেফতারকৃত ভাই শিমুলকে ছিনিয়ে নিয়ে পাকড়াও শিশির

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বাগানপাড়ার শিমুলকে গ্রেফতারের পর তাকে ছিনিয়ে নেয়ায় তার ভাই শিশিরকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গা শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই আব্দুস সামাদ গতরাত সাড়ে ১০টার দিকে শিমুলকে একাডেমী মোড় থেকে পাকড়াও করে। তাকে ছড়িয়ে নিতে শিশিরসহ কয়েকজন চড়াও হয়। এ সময় শিমুল পালালেও পুলিশের হাতে ধরাপড়ে শিশির। স্থানীয়রা এ তথ্য দিলেও পুলিশ অবশ্য বিস্তারিত তথ্য দেয়নি।

জানা গেছ, চুয়াডাঙ্গা বাগানপাড়ার মেসের আলীর ছেলে শিমুল গতরাত সাড়ে ১০টার দিকে শহরের একাডেমী মোড়ে অবস্থান করছিলো। এ সময় শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই শিমুলকে গ্রেফতার করেন। শিমুলকে গ্রেফতার করায় তার ভাই শিশিরসহ কয়েকজন ছুটে গিয়ে শিমুলকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। আচরণ ছিলো ছিনিয়ে নেয়ার মতোই। শিমুল সরে পড়ে। পুলিশ শিশিরকে গ্রেফতার করে সদর থানায় নেয়।