চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মুন্সিগঞ্জ খেলার মাঠে ক্রিকেট খেলতে গিয়ে বিপত্তি
স্টাফ রিপোর্টার: ক্রিকেট খেলতে গিয়ে গুরুতর আহত হয়ে অনিক নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ছিলো চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মুন্সিগঞ্জ একাডেমীর ৮ম শ্রেণির ছাত্র। মুন্সিগঞ্জ খেলার মাঠে গতকাল শুক্রবার বিকেলে সমবয়সীদের সাথে ক্রিকেট খেলতে গিয়ে বল ধরার সময় অপর খেলোয়াড় সঞ্জিতের সাথে ধাক্কা মেরে আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মাথায় রাত ৮টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মুন্সিগঞ্জ মিলপাড়ার স’মিল শ্রমিক শহিদুল ইসলামের দু ছেলে এক মেয়ের মধ্যে অনিক ছিলো (১৪) বড়। মুন্সিগঞ্জ একাডেমীর ৮ম শ্রেণির ছাত্র অনিক গতকাল শুক্রবার বিকেলে খেলার মাঠে ক্রিকেট নিয়ে মেতে ওঠে। সেসহ তার দল ছিলো ফিল্ডিঙে। একই দলে ছিলো সঞ্জিত। একটি বল উঁচুতে উঠলে সঞ্জিত ও অনিক দুজনে দৌঁড়ে বলটি ধরতে যায়। বল ধরার সময় দুজনের মাথায় ধাক্কা লাগে। আছড়ে পড়ে অনিক। সে সঞ্জিতের হাঁটুর আঘাতে মুখে ও বুকে গুরুতর জখম হয়। মুখ দিয়ে অনাবরত রক্তাক্ষরণ হতে থাকে। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসার এক পর্যায়ে রাত ৮টার দিকে অনিক মারা যায়।
অনিকের মৃত্যুতে তার মাসহ নিকটজনেরা কান্নায় ভেঙে পড়েন। মায়ের বুক ফাটা আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। মৃতদেহ নেয়া হয় নিজ গ্রামে। গতরাতেই নিজ গ্রামে দাফনের প্রক্রিয়া করা হয়। আলোচনায় উঠে আসে ক্রিকেট খেলা। অনেকেই মন্তব্য করতে গিয়ে বলেছে, অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলোয়াড় ফিলিপ হিউজের মৃত্যু বিশ্বজুড়ে আলোচিত হলেও চুয়াডাঙ্গা মুন্সিগঞ্জের ক্ষুদে ক্রিকেটারের মৃত্যু এলাকাবাসীর কাছে বেদনার হয়ে থাকবে। অভিভাবকদের অনেকেই ছেলেদের ক্রিকেট খেলতেও নিরুৎসাহিত করবে। কারণ, এ ধরনের মৃত্যু মেনে নেয়া কঠিন।