ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা এনপিএল ক্রিকেট লিগে গতকালের খেলায় ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস ৪ উইকেটে হারিয়েছে ফ্রিডম ফাইটার আটকবরকে। চুয়াডাঙ্গা টাউন ক্লাব মাঠে গতকাল শুক্রবার অনুষ্ঠিত একমাত্র ম্যাচে টসে জয়লাভ করে ফ্রিডম ফাইটার আটকবর ১০৭ রান সংগ্রহ করে। জবাবে ফার্স্ট ক্যাপিটাল সুপার কিংস ৬ উইকেটে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার লাভ করে শামীম পারভেজ। সর্বোচ্চ উইকেট দখলের পুরস্কার লাভ করে সেলিম রেজা ও বিগ সিক্সের পুরস্কার লাভ করে এমএস রোজ। ম্যাচ শেষে ক্ষুদে ক্রিকেটারদের উৎসাহিত করতে তাদের হাতে পুরস্কার তুলে দেন এনটিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি অ্যাড. রফিকুল ইসলাম, মাছরাঙ্গা টিভি কমিউনিকেশনের প্রতিনিধি ফাইজার চৌধুরী ও সাবেক এএফসির কোচ সরোয়ার হোসেন মধু। লিগ পর্বের গুরুত্বপূর্ণ গতকালের ম্যাচে সমসংখ্যক খেলায় উভয়দল ৯ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে। ফাইনালে কে খেলবে তার জন্য উভয়দলকে আবারো মুখোমুখি হতে হবে।