স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলুকদিয়া মনিরামপুরের প্রতিবেশী দু পরিবারের মারামারিতে উভয়পক্সের ৪ নারীসহ আহত হয়েছে ৬ জন। গতকাল শুক্রবার দুপুরে মারামারি চুলোচুলির এ ঘটনা ঘটে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে এক পক্ষের আহতরা হলো- মৃত আনছার আলীর ছেলে আব্দুস সালাম (৩৫), তার স্ত্রী রিনা খাতুন, মামাতো ভাই শরিফুল (২৮)। অপরপক্ষের আহতরা হলো রমজান আলীর স্ত্রী মুক্তি খাতুন ও রাজ্জাকের স্ত্রী সাবিরণ এবং কোরবান আলীর ছেরে উজ্জ্বল (২৫)। আহতরা বলেছে, মুক্তি খাতুন বেশ কিছুদিন দিন ধরে তার প্রতিবেশী ছালামকে স্বামী সেজে এনজিও থেকে ঋণ তুলে দেয়ার জন্য বলে আসছিলো। কারণ তার স্বামীর নামে ঋণ দেয় না। বিষয়টি জানাজানি হলে দু পরিবারের মধ্যে তুমুল বিরোধ দানা বাধে। এরই জের ধরে গতকাল শুরু হয় মারামারি।