আলমডাঙ্গায় জেলা লেখক সঙ্ঘের স্থায়ী কার্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গায় ফরিদপুর সিরাজ সামজী বিশ্বজগৎ বিশ্ববিদ্যালয় চত্বরে চুয়াডাঙ্গা জেলা লেখক সঙ্ঘের স্থায়ী কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি থেকে কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জেলা লেখক সঙ্ঘের সাধারণ সম্পাদক কবি ময়নুল হাসান। সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা লেখক সঙ্ঘের যুগ্মসম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল আলিম, অর্থ সম্পাদক আবুল কাশেম মাস্টার, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আখতার, নির্বাহী সদস্য ডা. কামরুজ্জামান, সদস্য আবুল কাশেম লস্কর, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাংস্কৃতিক ঐক্যজোট আলমডাঙ্গা শাখার সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, লালন গবেষক নিয়ামত আলী মাস্টার ও বীর মুক্তিযোদ্ধা উজ্জত আলী। প্রধান অতিথি কবি ময়নুল হাসান চুয়াডাঙ্গা জেলা লেখক সঙ্ঘের নামে কবি আ.স.ম সিরাজ সামজীর দানকৃত জমিতে তারই অর্থায়নে নির্মাণীধীন ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সামজী নির্মাণাধীন ঘরটি জেলা লেখক সঙ্ঘের প্রয়াত প্রতিষ্ঠাতা কাজী গোলাম মোস্তফা হায়দারের নামে উৎসর্গ করেন এবং এর নামকরণ করেন কাজী হায়দার হল। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়া আরও বক্তব্য রাখেন সিরাজনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নুরজাহান খাতুন ও একই বিদ্যালয়ের মেধাবী ছাত্র মো. আমিনুজ্জামান আমিন। এ পর্বে অনুষ্ঠান পরিচালনা করেন কবি গোলাম চৌধুরী।

অনুষ্ঠানের ২য় পর্বে কবি ময়নুল হাসানের পরিচালনায় জেলা লেখক সঙ্ঘের নিয়মিত পাক্ষিক সাহিত্য পাঠের আসর প্রতিধ্বনি অনুষ্ঠিত হয়। ওমর আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে চিরায়ত সাহিত্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতাটি আবৃত্তি করেন আবুল কালাম আজাদ।