স্টাফ রিপোর্টার: রফতানির উদ্দেশ্যে আনা শুল্কমুক্ত কাপড় ও সুতা কালোবাজারে বিক্রি করে ফেঁসে গেছে আলোচিত হলমার্ক গ্র“প। ৩৪৯টি বিল অব এন্ট্রির মাধ্যমে আমদানিকৃত ৯৩ কোটি টাকার শুল্কমুক্ত পণ্য অবৈধভাবে বিক্রি করে সরকারের ১১৬ কোটি ৩৬ লাখ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ প্রমাণিত হয়েছে মেসার্স হলমার্ক ডিজাইন ওয়্যার লিমিটেডের বিরুদ্ধে। বৃহস্পতিবার শুল্ক আইনে এক বিচার আদেশে কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার ড. মো. সহিদুল ইসলাম প্রতিষ্ঠানটিকে ৩৭০ কোটি টাকা জরিমানা করেছেন। কাস্টম প্রশাসনের ইতিহাসে এত বড় অংকের জরিমানার আদেশ এই প্রথম বলে জানা গেছে। তবে এ অর্থদণ্ডের পাশাপাশি শুল্ক ও করাদি বাবদ ১১৬ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ২০.০৬ টাকাও শিল্প প্রতিষ্ঠানটিকে পরিশোধ করতে হবে।