স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে পবা উপজেলার হাটরামচন্দ্রপুর এলাকা থেকে উদ্ধারকৃত নবজাতককে রাত ৮টায় তার মায়ের কোলে তুলে দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন। সন্তানকে ফিরে পেয়ে মা রুবিনা খাতুন আনন্দে কেঁদে দেন। নবজাতকের বাবার চোখেও ছিলো খুশির কান্না। পুলিশ শিশুটিকে চুরির ঘটনায় জড়িত খালেদা বেগম, তার স্বামী জালাল উদ্দিন ও রামেক হাসপাতালের ২২নং ওয়ার্ডের আয়া নার্গিস সুলতানাকে গ্রেফতার করেছে। গোদাগাড়ি উপজেলার কাঁকনহাট পৌরসভার সুরসুনিপাড়ার তরিকুল ইসলামের স্ত্রী রুবিনা বেগম সোমবার দুপুরে রামেক হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন। ওই দিনই অপরিচিত এক নারী ওই নবজাতককে ওয়ার্ড থেকে চুরি করে।