মহেশপুর প্রতিনিধি: মহেশপুর প্রেসক্লাবের ৩৩ বছর পূর্তি উপলক্ষে অস্থায়ী কার্যালয় রয়েল প্লাজার ৩য় তালায় এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আমিরুল ইসলাম খান চুন্নু, মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আব্দুল মালেক গাজী, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, ভাইচ চেয়ারম্যান আহাদ আলী, মহেশপুর থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন, আব্দুর রশিদ খাঁন, লোকমান হোসেন মাস্টার, রত্না বেগম, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ।