স্টাফ রিপোর্টার: বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় শ্যালোইঞ্জিনচালিত অবৈধযান করিমন আরোহী রোজিনা আক্তার লতার (২৩) একটি পা গুঁড়িয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের দামুড়হুদা তেলপাম্পের নিকট এ দুর্ঘটনা ঘটে।
দামুড়হুদা কলেজপাড়ার মিজানুর রহমানের স্ত্রী রোজিনা আক্তার লতার শরীর থেকে ডান পা কেটে বাদ দিতে হয়েছে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। শয্যাপাশে থাকা নিকটজনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, পিতার বাড়ি জয়রামপুর থেকে করিমনযোগে নিজ তথা স্বামীর বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। আছড়ে পড়েন রোজিনা আক্তার লতা। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। পায়ের অবস্থা গুরুতর দেখে দ্রুত নেয়া হয় অপারেশন থিয়েটারে। শরীর থেকে ডান পা’টি বাদ দিতে হয়। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।