ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ পরিত্যক্ত অবস্থায় দুটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে। গত বুধবার সন্ধ্যারাতে কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ এসআই জি.এম ইমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের অভিযান শুরু করেন। কার্পাসডাঙ্গা-সুবলপুর সড়কের নুড়িতলা নামক স্থানে দুটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুটি শক্তিশালী বোমা উদ্ধার করে পুলিশ ক্যাম্পে এনে পানিতে রেখে দেয়।