খবর: (আলমডাঙ্গায় ক্ষেতে গরু যাওয়াকে কেন্দ্র করে গরু মালিককে কুপিয়ে জখম)
পান থেকে চুন খসার জো নেই
আরাম করে বসার জো নেই
নিজের জমি চষার জো নেই
সোজা পথে হাঁটার জো নেই
মামলা নথি ঘাটার জো নেই
কামলা মুনিস খাটার জো নেই
সোজা হয়ে চলার জো নেই
সত্য কথা বলার জো নেই
ক্ষেতে ফসল ফলার জো নেই
ফললে ফসল কাটাকাটি
নইলে হবে ফাটাফাটি।
-আহাদ আলী মোল্লা